নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে নসিমন উল্টে একজন নিহত হয়েছে। নিহত আব্দুল মালেক নাগেশ্বরী পৌরসভার মালভাঙ্গা গ্রামের কছর উদ্দিনের ছেলে। তিনি ওই নসিমনের হেলপার ছিলেন।
২৫ মার্চ শুক্রবার রাত আটটার দিকে উপজেলার ভূরুঙ্গামারী-মাদারগঞ্জ সড়কের কচাকাটা থানার টেকনিক্যাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, শুক্রবার রাত আটটার দিকে ভূরুঙ্গামারী-মাদারগঞ্জ সড়কে নাগেশ্বরী আসছিল শ্যালোমেশিন চালিত একটি নসিমন। এসময় কচাকাটা থানার টেকনিক্যাল মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটো রিক্সাকে পাশ দিতে গিয়ে নসিমনটি উল্টে যায়। এর নিচে চাপা পড়ে হেলপার আব্দুল মালেক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে কচাকাটা থানা পুলিশ সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।