নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে ৯ টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর ডাংগীরপাড় আমতলা বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আলী হোসেন (২২) রামখানা ইউনিয়নের শিয়ালকান্দা ছাপরটারী গ্রামের খলিলুর রহমান পানাতির ছেলে ও আপেল মিয়া (৩৬) নেওয়াশী ইউনিয়নের পশ্চিম নেওয়াশী সাতকুড়ারপাড় গ্রামের রহমত উল্লাহ’র ছেলে।
নাগেশ্বরী থানা ওসি তদন্ত তামবিরুল ইসলাম জানান, ২৫ মার্চ রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে ডাংগীরপাড় আমতলা বাজার এলাকা থেকে আলী হোসেন ও আপেল মিয়াকে আটক করা হয়। এ সময় তল্লাসী করে তাদের নিকট ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও দমন আইনে মামলা দিয়ে আজ শনিবার কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।