শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

সান্তাহারে অবৈধ গর্ভপাত ঘটাতে গিয়ে প্রসূতির মৃত্যুর ঘটনায় মামলা, কথিত স্বামী গ্রেফতার

প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৪:১৩ সকাল
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:১৮ সকাল

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নেওয়া বাসায় মাফিয়া খাতুন নামের এক নারীর অবৈধ গর্ভপাত ঘটাতে গিয়ে সদ্য ভুমিষ্ট হওয়া শিশুপুত্র ও প্রসূতির মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আজ শনিবার দুপুরে কথিত স্বামী জালাল উদ্দীনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গত শুক্রবার রাতে নিহতের ভাই তাজ উদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, নওগাঁর আত্রাইয়ের গন্ড গোহালি গ্রামের মৃত কমেল আলী মন্ডলের স্বামী পরিত্যক্তা মেয়ে মাফিয়া খাতুনকে (৩৬) বিদেশ পাঠানোর কথা বলে তার সাথে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন পার্শ্ববর্তী রাণীনগর উপজেলার সিম্বা গ্রামের জালাল উদ্দীন নামের এক আদম ব্যবসায়ী। দেড় বছর আগে তিনি স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে সান্তাহার পৌর শহরের পান্নার মোড় এলাকায় ফেরদৌস মাহমুদের বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস শুরু করেন। 

স্বামী-স্ত্রী সেজে ওই বাসায় তারা নিয়মিত মেলামেশা করতো। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন মাফিয়া খাতুন। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার দিবাগত রাতে ওই বাসায় আসেন কথিত দম্পতি জালাল ও মাফিয়া। ওই দিন রাতে অবৈধ গর্ভপাত ঘটাতে গিয়ে সদ্য ভুমিষ্ট হওয়া শিশুপুত্র ও প্রসূতির মৃত্যু হয়। 

শুক্রবার সকালে তাদের ভাড়া বাসা থেকে কথিত স্বামী জালাল উদ্দীনকে গ্রেফতার করে পুলিশ। তবে ওই সময় বাসার মালিক ফেরদৌস মাহমুদ ও এক ভাড়াটেকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে।

মামলার তদন্তকারি কর্মকর্তা ও সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন জানান, নিহত নারীর ভাই তাজ উদ্দিন আহমেদের দায়েরকৃত মামলায় জালালকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়