গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: বোরো ধানের জমিতে পানি না পেয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই কৃষক বিষপানে অভিনাথ মার্ডির মৃত্যুর একদিন পর তার চাচাতো ভাই কৃষক রবি মার্ডিও মারা গেছে। গত শুক্রবার দিবাগত রাত ৮টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবি মার্ডি মারা যায়। এদিকে সেচের নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে নিহত কৃষক অভিনাথ মার্ডির স্ত্রী রোজিনা হেমরম। গতকাল শুক্রবার সন্ধ্যায় রোজিনা হেমরম এজাহার নিয়ে থানায় গেলে মামলাটি গ্রহণ করে পুলিশ।
এসময় রোজিনা হেমরমের সাথে উপস্থিত ছিলেন রাজশাহী-২(সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী জেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক আসরাফুল ইসলাম তোতা, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড় ও তার পরিবারের সদস্যরা।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, আত্নহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।