শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

পাঁচদিন পর পানি পেল রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বর্ধিত ওয়ার্ডের রোগীরা

প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৯:২৬ সকাল
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:১৮ সকাল

রংপুর প্রতিনিধি: পাঁচদিন দুর্ভোগের পর অবশেষে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বর্ধিত ৬টি ওয়ার্ডে পানি সরবরাহ শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে ওয়ার্ডগুলোর রোগী ও স্বজনদের মধ্যে।

নষ্ট হয়ে যাওয়া হাসপাতালের পাম্প দুটির মেরামতের কাজ শেষ হয়েছে শুক্রবার রাতে। শনিবার সকাল থেকে পানি সরবরাহ হচ্ছে।

রংপুর গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাজিয়া সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই ওয়ার্ডগুলোর জন্য দুটি পানির পাম্প বসানো হয়েছিল। এর মধ্যে একটি গত ২০ মার্চ ও আরেকটি তার পরদিন নষ্ট হয়ে যায়। এর ফলে অর্থোপেডিক, গ্যাস্ট্রোলজি, ইউরোলজি, মেডিসিন, অপারেশন থিয়েটার ও বহির্বিভাগে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।

নষ্ট হয়ে যাওয়া পাম্পগুলো মেরামত শেষে শনিবার সকাল থেকে পানি সরবরাহ শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে এসব ওয়ার্ডের রোগী ও স্বজনদের মধ্যে।

ইউরোলজি বিভাগের আশরাফুল নামে রোগীর এক স্বজন বলেন, 'পাঁচদিন নিচ থেকে পানি আনতে খুব কষ্ট হইছিল। আজ সকাল থেকে পানি আসতেছে। কষ্টটা কমল।'

আসমা বেগম নামে একজন বলেন, 'পানির জন্যে এই কয়দিন খুব কষ্ট করছি। বাথরুম করবার পাই নাই, বাইরে টাকা দিয়ে বাথরুম করছি। আজ হাসপাতালে পানি পাইছি।'

হাসপাতালের পরিচালক রেজাউল করিম বলেন, 'এখন পানির কোনো সমস্যা নেই। তবে পানির সংকট বা সরবরাহে যেন আর সমস্যা না হয়, সে জন্য বিকল্প ব্যবস্থা নেয়া হবে।'

রংপুর গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাজিয়া সুলতানা বলেন, 'আমরা প্রথম দিন থেকেই কাজ করছিলাম, কিন্তু লেয়ার পাচ্ছিল না। গতকাল (শুক্রবার) দুপুরে লালমনিরহাট থেকে মিস্ত্রি আনার পর কাজ করা হয়েছে। রাত ১০টার দিকে পাম্প ঠিক হয়েছে। এখন পানির সমস্যা নেই।'

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়