স্টাফ রিপোর্টার: বগুড়ায় স্বাধীনতা দিবসের শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে ছাত্র অধিকার পরিষদের মিছিলে হামলা করেছে যুবলীগের নেতা-কর্মীরা। হামলায় ছাত্র অধিকার পরিষদের অন্তত: ১৫ জন আহত হন। এদের মধ্যে ২ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
যুবলীগ নেতারা দাবি করেন, ছাত্র অধিকার পরিষদের ব্যানারে ছাত্র শিবির এবং নাগরিক ঐক্যের নেতা-কর্মীরা দেশ বিরোধী ও প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্লোগান দেয়ায় ধাওয়া করা হয়েছে। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে শহরে ফুলবাড়ীতে মুক্তির ফুলবাড়ী স্মৃতিস্তম্ভ এর কাছে পানি উন্নয়ন বোর্ডের কাছে ও সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনে দু’দফায় এই হামলার ঘটনা ঘটে।
জানা যায়, ছাত্র অধিকার পরিষদের ব্যানারে দুই শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে মুক্তির ফুলবাড়ী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করতে যায়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে পানি উন্নয়ন বোর্ড পার হলে যুবলীগের নেতা-কর্মীরা ছাত্র অধিকারের মিছিলে হামলা করে। এ সময় মিছিলে ইট পাটকেল ছোড়া হয়, লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এতে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে তারা সরকারি মজিবুর রহমান মহিলা কলেজের সামনে সমবেত হওয়ার চেষ্টা করলে যুবলীগ নেতা-কর্মীরা সেখানেও হামলা চালায়।
ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি মিজানুর রহমান পলাশ বলেন,জেলা শ্রমিক অধিকার পরিষদের সদস্যসচিব আল আমিন, সারিয়াকান্দি উপজেলা শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, জেলা যুব অধিকার পরিষদের সদস্য মেহেদী হাসান মানিক, ছাত্র অধিকার পরিষদের সদস্য তামিম, সাদিক ও অন্তরসহ ১৫ আহত হন। এর মধ্যে সাদিক হাসান (২৪) ও মেহেদী হাসান (৩০) গুরুতর আহত হন। এদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলার বিষয়ে তিনি বলেন, ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের নেতৃত্বে হামলা চালানো হয়। হামলার কারণ জানতে চাইলে তিনি বলেন- ছাত্র অধিকার পরিষদের ওপর হামলা করতে কোনো কারণ লাগে না। আমরা যেন মাথা তুলে দাঁড়াতে না পারি এ জন্যই হামলা করা হয়েছে।
তবে এ ব্যাপারে বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন বলেন, মিছিলে ছাত্র অধিকার পরিষদের ব্যানার থাকলেও সেখানে ছাত্র শিবির ও নাগরিক ঐক্যের নেতা-কর্মীরা অংশ নিয়ে দেশ বিরোধী এবং প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্লোগান দেয়। যুবলীগের নেতা-কর্মীরা ওই পথে যাওয়ার সময় বিষয়টি নজরে এলে তাদের ধাওয়া করে।
শহরের ফুলবাড়ী ফাঁড়ির পুলিশ পরিদর্শক সুজন মিয়া বলেন, ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা মুক্তির ফুলবাড়ীতে ফুল দিয়ে ফেরার পথে যুবলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করেছে বলে শুনেছি। তবে হামলা বা আহত হওয়ার বিষয়টি তার জানা নেই বলে জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।