শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

রাবিতে স্বাধীনতা দিবসের খাবার ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০৬:৫৩ সকাল
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:১৭ সকাল

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে স্বাধীনতা দিবস উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের জন্য বরাদ্দ হওয়া খাবার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলামসহ শিক্ষার্থীরা এই অভিযোগ করেন।

প্রাধ্যক্ষ বলেন, "খাবার পরিবেশনের সময় ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্তরা টোকেন ছাড়াই আমাদের কাছে একজনের জন্য পাঁচটা করে খাবারের প্যাকেট দাবি করে। আমরা তাদের জনপ্রতি এক প্যাকেট করে খাবার দিতে রাজি হই। কিন্তু তারা জোর করে প্রায় ১২০ প্যাকেট খাবার নিয়ে যায়।"

এতে অনেক শিক্ষার্থীকে টোকেন থাকার পরও সময়মত খাবার দেওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, পরে তারা পাশের হোটেল থেকে খাবার কিনে এনে তাদের দেন।

তিনি বলেন, তারা প্রায় পৌনে পাঁচশ শিক্ষার্থীর জন্য খাবারের আয়োজন করেন। কিন্তু টোকেন নেন আমাদের থেকে ৩৯০ জন শিক্ষার্থী।

"সেই হিসেবে হলের স্টাফদের খাওয়ানোর পরেও আমাদের আরও অতিরিক্ত খাবার থেকে যাওয়ার কথা। তারা টোকেন ছাড়াই ১২০ প্যাকেট খাবার নিয়ে যাওয়ায় সংকট তৈরি হয়।" বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিনি জানিয়েছেন বলে জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, প্রক্টরিয়াল বডি ঘটনাস্থল পরিদর্শন করেছে। হলের প্রাধ্যক্ষ প্রতিবেদন দিলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তবে খাবার ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিন ইসলাম।

তিন সাংবাদিকদের বলেন, "আমাদের সব কর্মীর জন্য একসঙ্গে খাবারের প্যাকেটগুলো নিয়েছিলাম। আর ১২০ প্যাকেট খাবার নেওয়ার অভিযোগটি পুরোপুরি ভিত্তিহীন। আমরা ৭০ প্যাকেটের মতো খাবার নিয়েছি। খাবার সংকটের এই বিষয়টি হল প্রশাসনের অব্যবস্থাপনার জন্যই হয়েছে।"

আর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বিষয়টির পরে সমাধান হয়েছে বলে দাবি করেছেন।

তিনি বলেন, "এ নিয়ে হল প্রাধ্যক্ষের সঙ্গে হলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কথা হয়েছে। তারা এটি সমাধান করে নিয়েছেন।"

স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য একবেলা বিশেষ খাবার বরাদ্দ করে প্রশাসন। এজন্য প্রত্যেক শিক্ষার্থীকে ৩০ টাকার বিনিময়ে টোকেন সংগ্রহ করতে হয়। অন্য হলের মত শামসুজ্জোহা হলেও বেলা ১২টা থেকে খাবার পরিবেশন শুরু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়