শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

রাজশাহী নিউ মার্কেটের ২৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০৭:২৯ সকাল
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:১৬ সকাল

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর নিউ মার্কেটের ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষ বুলডোজার দিয়ে নগরীর নিউ মাকের্টের সামনে ফুটপাতে গড়ে ওঠা এই স্থাপনাগুলো উচ্ছেদ করে।


রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ২১ মার্চ নগরীর নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলকে কেন্দ্র করে রিয়াজুল ইসলাম নামে (২৬) এক যুবক খুন হয়েছে। এছাড়া ফুটপাত ঘিরে চলে নানা অপকর্ম। তাই রাসিককে আমরা ফুটপাতটি উচ্ছেদ করার অনুরোধ জানাই। এরই পরিপ্রেক্ষিতে রাসিক কর্তৃটপক্ষ ফুটপাতটি উচ্ছেদ করার সিদ্ধান্ত নেয়।


পুলিশ জানায়, গত ২১ মার্চ রাত সাড়ে ৯টার দিকে নিউ মার্কেটের ফুটপাত দখলকে কেন্দ্র করে জুতা ব্যবসায়ী রিয়াজুল ইসলামকে কুপিয়ে খুন করা হয়। এসময় আহত করা হয় রিয়াজুলের ভাই রিংকুকে। এ ঘটনায় ৫ জনকে আসামি করে একটি মামলা করা হয়।


রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক জানান, ফুটপাত ও সড়কসহ নগরীর ফাঁকা জায়গাগুলো দখলমুক্ত করতে রাসিক নিয়মিত অভিযান পরিচালানা করে আসছে। পর্যায়ক্রমে নগরীর সব ফুটপাত দখলমুক্ত করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়