হাতীবান্ধা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহিদ আলী নামে এক শিক্ষকের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে গত শনিবার রাতে স্থানীয় থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের শিক্ষক এয়াকত আলীর পুত্র শহিদ আলী (৩৪) গত ২৩ মার্চ বিদ্যালয় ছুটি শেষে ৫ম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়ার কৌশলে বুকের স্তনে হাত দেয়। পরে ওই ছাত্রী বাড়ি গিয়ে তার মা ও প্রতিবেশীদের জানান। তারা পরের দিন বিষয়টি প্রধান শিক্ষক ফজিলাতুন্নেছাকে অভিযোগ করেন। কিন্তু বিদ্যালয়ের পক্ষ থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে গত দুই দিনেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়নি। ফলে গত শনিবার রাতে ওই ছাত্রীর মা বাদি হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ করেছেন। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক শহিদ আলী।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।