শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

বগুড়ায় স্বাধীনতা দিবসে জলতরঙ্গে বিজয় নিশান

প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ১০:৩০ দুপুর
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:১৬ সকাল

স্টাফ রিপোর্টার: পুকুরে ফুটে তোলা হয়েছে বিশালাকার লাল সবুজের পতাকা। যার একপাশে ১০০ ফুট দৈর্ঘ্যরে নৌকা। নৌকার দুই পাশে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। আর পতাকার চারপাশে তুলে ধরা হয়েছে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র। এটির নাম দেয়া হয়েছে 'জলতরঙ্গে বিজয় নিশান।'

বগুড়ার ধুনট উপজেলা পরিষদের পাশে মুজিব চত্বরে এক পুকুরে আলোকসজ্জার মাধ্যমে করা হয়েছে এই জলতরঙ্গে বিজয় নিশান। আগামী ৩১ মার্চ দিবাগত রাত ১২ টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এর আগে, শনিবার সন্ধ্যায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় জলতরঙ্গে বিজয় নিশান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মজা পুকুর খনন করে আলোকসজ্জার মাধ্যমে জলতরঙ্গে বিজয় নিশান ফুটিয়ে তোলা হয়। যা সম্পন্ন হতে সময় লাগে পনের দিন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পুকুরের নিচে সুতার সঙ্গে বাতি বেধে আলোকসজ্জার মাধ্যমে জাতীয় পতাকা ফুটিয়ে তোলা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ৯২ হাজার ৩৪০টি ইলেক্ট্রনিক সবুজ ও লাল রঙের মরিচ বাতি। পতাকাটির দৈর্ঘ্য ১৬০ ফুট ও প্রস্থ ৯৬ ফুট। পতাকার বৃত্ত করা হয়েছে ৩২ ফুট। যেখানে ব্যবহার করা হয়েছে লাল রঙের মরিচ বাতি। একই সঙ্গে পুকুরের চার কর্ণারে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরা হয়েছে। নৌকার একপাশে বঙ্গবন্ধুকে রাখা হয়েছে। এর মাধ্যমে বোঝানো হয়ে তার সোনার বাংলাদেশ কেমন হবে-এ নিয়ে চিন্তা করছেন তিনি। নৌকার আরেক পাশে বঙ্গবন্ধুর সপ্নকে বাস্তবে রুপ দেয়ার জন্য পতাকার একপাশে প্রধানমন্ত্রীকে মাঝি হিসেবে দেখানো হয়েছে। তিনি হাতে নৌকার বৈঠা নিয়ে বঙ্গবন্ধুর সপ্ন বাস্তবায়নে কাজ করছেন।

পুকুরের চার কর্ণারে চিত্রের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। এসব চিত্র রয়েছে মেট্রোরেল, পদ্মাসেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও ফ্লাইওভার। আর ওপরে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। পুকুরের একপাড়ে 'আই লাভ বঙ্গবন্ধু' লেখা আছে- যেখানে বঙ্গবন্ধুর ছবি আছে। আরেক পাড়ে প্রধানমন্ত্রীকে 'মাদার অব হিউম্যানিটি' হিসেবে উপস্থাপন করা হয়েছে।

'জলতরঙ্গে বিজয় নিশান' দেখে বগুড়া সদরের বাসিন্দা রুহুল আমিন, জিল্লুর রহমানসহ অনেকে জানান, পুকুরে ইলেকট্রনিক মরিচ বাতি দিয়ে ফুটিয়ে তোলা জাতীয় পতাকার প্রদর্শনী এর আগে কখনও তারা দেখেননি। জলতরঙ্গে বিজয় নিশান দেখে তারা মুগ্ধ হয়েছেন।

জানতে চাইলে ধুনট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের জাতীয় পতাকা বঙ্গবন্ধুর সপ্ন ও স্বাধীনতার সঙ্গে সম্পৃক্ত করার জন্য এ উদ্যোগ নেয়া হয়। আমি চেয়েছি নতুনত্ত্ব নিয়ে আসতে। অনেক চিন্তা-ভাবনা করার পর জলতরঙ্গে বিজয় নিশান তৈরি করা হয়। এটি উন্মুক্ত করার পর থেকেই দর্শনার্থীদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। একটানা পনের দিন পরিশ্রম করার পর নতুন কিছু করতে পেরে আমি খুব আনন্দিত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়