শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের লাঠিচার্জ

প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ১০:৪৫ রাত
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:১৬ সকাল

ভোজ্যতেল, চাল, ডালসহ খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে অর্ধবেলা হরতাল সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে বামজোটের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৬ টায় শহরের চাষাঢ়া গোলচত্বর এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোজ্যতেল, চাল, ডালসহ খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অর্ধবেলা হরতাল সমর্থনে সকাল পৌনে ৬ টায় শহরের দুই নং রেল গেইট এলাকায় সিপিবির কার্যালয়ের সামনে থেকে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বঙ্গবন্ধু সড়কে মিছিল বের হয়।

নারায়ণগঞ্জ প্রেসক্লাব হয়ে মিছিল চাষাঢ়া গোল চত্ত্বর ঘুরে চেম্বার রোড হয়ে মন্ডলপাড়া মোড় ঘুরে পুনরায় চাষাঢ়া যায়। সাড়ে ৬টার দিকে চাষাঢ়া গোল চত্ত্বর ঘুরতে গেলে পুলিশ বাধা দেয়। এসময় নেতাকর্মীদের সঙ্গে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে পুলিশ বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের উপর লাঠিপেটা শুরু করেন।

তারপরও মিছিল করে দুই নম্বর রেল গেইট এলাকায় আসে বাম গণতান্ত্রিক জোটের নেতারা। পরে আবারও মিছিলে পুলিশ বাধা দেয়।

পরে বাধ্য হয়ে সৈয়দ আলী চেম্বারের সামনে হরতাল সমর্থনে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা। এসময় পুলিশ সমাবেশেরর নেতাকর্মীদের ঘেরাও করে রাখে।

এ সময় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বাসদের সমন্বয়ক নিখিল দাস, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি আবু হাসান টিপু, বাসদ নেতা আবু নাঈম বিপ্লব প্রমুখ।

হরতালের সমর্থনে বের হওয়া মিছিলে পুলিশের লাঠাচার্জের প্রতিবাদ জানিয়ে বাম নেতারা বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিঃশ্বাস উঠে গেছে। গণদাবির মুখে অর্ধবেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। শান্তিপূর্ণ হরতালে পুলিশ বাধা দিয়েছে, লাঠিচার্জ করেছে। জনগণের ট্যাক্সের টাকার বেতনভোগ করে জনদাবির আন্দোলনে হামলা চালায় পুলিশ। আওয়ামী লীগ সরকারের শুধু লুটপাটই চালাচ্ছে না, সেই লুটপাটের বিরুদ্ধে জনগণ দাঁড়ালে তাদের দমাতে পুলিশসহ রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করছে। এভাবে বেশিদিন চলবে না।’

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়