চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে ২টি ওয়ান শুট্যারগানসহ সুভাষ ভকদ (৩০) নামে এক ট্রাক চালক গ্রেপ্তার হয়েছেন।
গতকাল রোববার(২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কানসাট ইউনিয়নে নয়ন ফিলিং ষ্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি শিবগঞ্জ পৌর আলীডাঙ্গা মহল্লার ফাসটো ভকদের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নয়নকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অজ্ঞাত স্থান হতে অবৈধ আগ্নেয়াস্ত্র সংগ্রহ, ক্রয়-বিক্রয়সহ ব্যবসার অভিযোগ রয়েছে। তিনি ট্রাকের সাহায্যে লুকিয়ে এসব অস্ত্রের চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহে জড়িত বলেও র্যাব জানায়।
অভিযানের ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লে.কমান্ডার রহ-ফি-তাহমিন তৌকির ও উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।