চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে মিনারুল ইসলাম(২৮) নামে এক রাজমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার(২৮ মার্চ) সকালে স্থানীয়দের দেয়া খবরে চরঅনুপনগর গুচ্ছগ্রাম এলাকার একটি আমবাগানে একটি গাছের ডালের সাথে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ।
মিনারুল পাশ্ববর্তী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বারইপাড়া গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে। পরিবার ও পুলিশের প্রাথমিক ধারণা মিনারুল আত্মহত্যা করেছে। সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল বলেও জানিয়েছে পরিবার।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাফফর হোসেন বলেন, প্রাথমিকভাবে মিনারুল গতকাল রোববার(২৭ মার্চ) দিবাগত রাতের কোন এক সময় আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এ ব্যাপারে মৃতের বড়ভাই মাজেদুল ইসলাম থানায় অপমৃত্যু মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।