চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ১৪ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। তবে গতকাল রোববার(২৭ মার্চ) রাতে পরিচালিত এ অভিযানে কেউ আটক হয় নি।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের (রহনপুর ব্যাটালিয়নের) অধিনায়ক লে.কর্ণেল আমীর হোসেন মোল্লা বলেন, গতকাল রোববার রাত সোয়া ৮টার দিকে শিয়ালমারা সীমান্ত থেকে জব্দ হয় মালিকবিহীন ওই ইয়াবার চালান।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান অধিনায়ক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।