হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধা বেলা হরতালের প্রভাব পড়েনি দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দরে। সকাল থেকেই স্বাভাবিক রয়েছে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম। বন্দর থেকে পণ্য খালাস করে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে বাংলাদেশি ট্রাক।
আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকার বিষয়টি নিশ্চিত করছেন হিলি পানামা পোর্ট কতৃপক্ষ ।
তারা জানায়, সোমবার সকাল থেকেই ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। এছাড়াও পানামা অভ্যন্তরে পণ্য লোড- আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই বন্দর থেকে পণ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে বাংলা পণ্যবাহী ট্রাক। এছাড়াও হিলি স্থলবন্দর এলাকায় স্বাভাবিক রয়েছে অনন্য যানবাহন চলাচল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।