শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

সুজানগরে ১০ হাজার টিউবওয়েল অচল হয়ে পড়ায় তীব্র পানি সঙ্কট

প্রকাশিত: মার্চ ৩০, ২০২২, ০৬:২১ সকাল
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:১১ সকাল

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় প্রায় ১০ হাজার টিউবওয়েল বন্ধ হয়েছে। এতে  উপজেলার বিভিন্ন গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে।


উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানায়, সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বাসা-বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ থেকে ৬০ হাজার হস্তচালিত টিউবওয়েল রয়েছে। চলতি মৌসুমে প্রচণ্ড খরার কারণে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নিচে নেমে গেছে। এতে ওই সকল টিউবওয়েলের মধ্যে প্রায় ১০ হাজার টিউবওয়েল বন্ধ হয়ে গেছে।


উপজেলার মানিকহাট গ্রামের আব্দুল বাতেন বলেন, আমার বাড়ির টিউবওয়েলে গত ১৫/২০ দিন পানি উঠছে না। পার্শ্ববর্তী বাড়ির একটি অগভীর তারা টিউবওয়েল থেকে অনেক কষ্ট করে পানি টেনে এনে রান্নার কাজ চালাচ্ছি। একই গ্রামের রজব আলী শেখ বলেন, চৈত্র মাস আসার আগে থেকেই আমার টিউবওয়েলে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। বর্তমানে দূর-দূরান্তের অগভীর তারা টিউবওয়েল থেকে পানি টেনে এনে রান্না এবং খাওয়ার পানির চাহিদা মেটাচ্ছি। তবে গোসলসহ অন্যান্য কাজ-কর্মে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোথাও কোথাও গভীর নককূপেও পানি উঠছে না বলে জানান উপজেলার ভাটপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম। এতে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে।


এ ব্যাপারে জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ফাল্গুন ও চৈত্র মাসে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নিচে নেমে যায়। ফলে এ সময় গভীর এবং অগভীর তারা টিউবওয়েল ছাড়া হস্তচালিত সাধারণ টিউবওয়েল পানি ওঠে না। তবে ভারি বৃষ্টি হলে ওই সকল বন্ধ টিউবওয়েল আবার সচল হয়ে যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়