সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শামীম মিয়াকে (১৪) পিটিয়ে হত্যা করেছে তারই বড় ভাই সালমান শাহ ওরফে পিচু মিয়া। এসময় বৃদ্ধা বাবা আকাব্বর মিয়াকেও কুপিয়ে জখম করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কামারপাড়া ইউনিয়নের দক্ষিণ হাটবামুনি গ্রাম থেকে নিহত শামীম মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্বজনরা জানায়, আকাব্বর মিয়ার বড় স্ত্রীর ছেলে সালমান শাহ ওরফে পিচু মিয়ার সঙ্গে ছোট স্ত্রীর ছেলে শামীম মিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার দুপুরে পিচু মিয়া উত্তেজিত হয়ে ঘরবাড়ি ভাঙচুর করাসহ আকাব্বর ও শামীমকে লাঠি দিয়ে মারপিট করে। এসময় দুজনে গুরুতর আহত হয়। এরপর পিচু মিয়া ও তার স্ত্রী মরিয়ম বেগম তাৎক্ষণিক শামীমকে উদ্ধার করে কামারপাড়া বাজারে ডাক্তারের চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে। এ অবস্থায় শামীমের শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এরপর থেকে পিচু মিয়া ও তার স্ত্রী মরিয়ম বেগম পলাতক রয়েছে।
সাদুল্লাপুর থানার দায়িত্বরত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, খবর পেয়ে মঙ্গলবার দুপুরে শামীমের মরদেহ উদ্ধা করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।