কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক পুলিশ কনস্টেবল। এ ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল আব্দুর রহিমের মরদেহ আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য রৌমারী থেকে নৌকাযোগে কুড়িগ্রাম মর্গে পাঠান হয়েছে। নিহতের স্ত্রী রৌমারী থানায় এজাহার দায়ের করলে সেটি ইউডি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে বলে ওসি মুনতাসির বিল্লাহ নিশ্চিত করেছেন। গত সোমবার বিকেলে নিজ শয়নকক্ষের পাশে গোলাঘরে ধরনার সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহত পুলিশ কনস্টেবল আব্দুর রহিম রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের দক্ষিণ টাপুরচর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি জামালপুর সদর থানার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ২৮দিনের ছুটি নিয়ে তিনি গত ১৮মার্চ রৌমারীতে নিজ বাড়িতে আসেন। নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন শিল্পী জানান, তার স্বামী মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। এছাড়াও বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। চাকরির পাশাপাশি তিনি কনজুমার ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার অসুস্থতার কথা জেনে থানা থেকে তাকে ২৮ দিনের ছুটি মঞ্জুর করা হয়। আমরা ঢাকায় চিকিৎসকের সাথে যোগাযোগ করছিলাম। এরকম অবস্থায় তার আত্মহত্যার ঘটনা আমরা মেনে নিতে পারছি না। আমার তিন কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমরা খুব উৎকণ্ঠার মধ্যে রয়েছি। এ ব্যাপারে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
রৌমারী থানার অফিসার ইনচার্জ মুনতাসির বিল্লাহ জানান, নিহতের স্ত্রী থানায় এজাহার দায়ের করলে সেটি ইউডি মামলা হিসেবে নেয়া হয়েছে। মঙ্গলবার সকালে নিহত পুলিশ কনস্টেবলের মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।