সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় ফারুক (২৬) নামের এক ট্রাক্টর ড্রাইভারে মৃত্যু হয়েছে, মৃত্যু ডাইভার সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের এমাজউদ্দীনের ছেলে।
প্রত্যক্ষ দর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে সাপাহার থেকে ট্রাক্টর চালক ফারুক তার ট্রাক্টরটি নিয়ে সাপাহার - পোরশা রাস্তার বাসুল ডাঙ্গা মোড়ের নিকট পৌঁছলে বিপরীত দিকে হতে আসা একটি মালবোঝাই ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ বাঁধে। এসময় ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে গিয়ে ট্রাক্টর চালক ফারুক গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহত ফারুককে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে বিষয়টি তিনি জেনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন বলে জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।