আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির কুন্দগ্রামের সোনাভান সুমি নামের এক নারীকে মারপিট ও তার মেয়েকে রাস্তায় টানা হেঁচড়া ও উত্যক্তা করা ঘটনায় দুটি থানায় পৃথকভাবে অভিযোগ করা হয়েছে। এরপর ১৭দিন পেরিয়ে গেলেও কোন ব্যবস্থা না নেওয়ায় বিবাদিদের হুমকি-ধামকিতে মা ও মেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন কী তারা নিজ বাড়িকে ফিরতেও ভয় পাচ্ছেন বলে সোনাভান সুমি সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন। জরুরি ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
থানায় দায়ের করা ডায়েরি ও অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৭ মার্চ রাত সোয়া ৮টায় আদমদীঘি উপজেলা কুন্দগ্রামের সোনাভান সুমির বাড়ির সামনে আঙ্গুর, নাছির, মানিক ও রহিম নামের ব্যক্তিরা পূর্বশত্রুতার জেরধরে এসে অকধ্য ভাষায় গালিগালাজ করে। এসময় বাঁধা দিলে বিবাদিরা সোনাভান সুমিকে বেদম মারপিট করে আহত করে। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় ডায়েরি করেন সোনাভান সুমি। কিন্ত অদ্যবদি কোন সুরাহা হয়রি। অপরদিকে গত ১৫ মার্চ দুপুরে তার মেয়ে কলেজ ছাত্রী শারমিন আক্তার কুন্দগ্রাম থেকে বড়চাপরা গ্রামে আত্মীয়ের বাড়ি যাবার পথে আলতাফনগরের রাস্তায় বিবাদিরা ছাত্রীর পথরোধ করে উত্যক্ত ও টানা হেচড়া করে একটি সিএনজিতে জোড়পূর্বক উঠানোর চেষ্টা করে। এসময় আশে পাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় একটি অভিযোগ করা হয় বলে শারমিন আক্তার জানান। আদমদীঘি থানার তদন্তকারি উপ পরিদর্শক মোর্শারফ হোসেন বলেন, ঘটনার স্বাক্ষী প্রমান ও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।