নওগাঁর রাণীনগরে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে সিহাব উদ্দিন মণ্ডল নামে ১৬ বছর বয়সী এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।
বুধবার রাতে উপজেলার সদরের পূর্ব বালুভরা গ্রামে এ ঘটনা ঘটে। সিহাব একই গ্রামের রোস্তম আলী মণ্ডলের ছেলে। তিনি রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।
সিহাবের বাবা রোস্তম আলী মণ্ডল বলেন, রাতে ফার্মেসি বন্ধ করে বাজার থেকে বাড়ি যাই। রাতের খাবার খাওয়ার জন্য আনুমানিক ১১টার দিকে ছেলেকে ঘরে ডাকতে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে স্থানীয়দের সহায়তায় তার ঝুলন্ত লাশ নামিয়ে পুলিশে খবর দেওয়া হয়।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, বৃহস্পতিবার সকালে সিহাবের লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।