স্টাফ রিপোর্টার: দেশের ৩০টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মধ্যে মাধ্যমিক পর্যায়ে দেশ সেরা ও প্রথম স্থান অর্জন করেছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকের ফলাফল ও সহশিক্ষা কার্যক্রমের ভিত্তিতে দেশের ২৯টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে। এর আগে ২০১৯ সালেও দেশসেরার খেতাব অর্জন করেছিল এই প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্নেল মোঃ হাবিবুর রহমান। ২০২০ সালের ক্যান্টনমেন্ট ভিত্তিক স্কুল ও কলেজের ফলাফলের ভিত্তিতে একাডেমিক ও সার্বিক দুই ক্যাটাগরিতে এই তালিকা তৈরি করা হয়েছে। একাডেমিক ক্যাটাগরিতে ৮০ এর মধ্যে ৭৯ দশমিক ১২০ নম্বর এবং সার্বিকে ১০০ এর মধ্যে ৯৫ দশমিক ২৬০ পেয়ে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রথম স্থান অর্জন করে।
এদিকে সার্বিক দিক দিয়ে ১০০ নম্বরের মধ্যে ৯৩ দশমিক ১৫০ পেয়ে প্রথম রানার আপ ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ৯১ দশমিক ৬৪০ নম্বর পেয়ে ২য় রানার আপ হয়েছে। কলেজটি দেশের ক্যান্টনমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ওই প্রতিষ্ঠানের প্রধান পৃষ্টপোষক, পরিচালক পর্ষদের সভাপতি ও সদস্যবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা জানানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।