কাহালু (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার কাহালুতে ফাহারুল ইসলাম ওরফে বিজয় (১৫) নামের এক কিশোর অটোচার্জার ভ্যান চালককে ছুরিকাঘাতে হত্যা করে তার ভ্যান নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ১টার দিকে বগুড়া-সান্তাহার সড়কের দরগাহাট বাসস্ট্যান্ডের পশ্চিমে অটোরাইস মিলের পাশে। নিহত বিজয় বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের লিটন আলীর ছেলে। দুর্বৃত্তরা বিজয়ের পিঠের নিচের দিকে ১৭টি স্থানে ছুরিকাঘাত করে তাকে হত্যার পর ওই রাইচ মিলের পাশে একটি কালভার্টের নিচে ফেলে রেখে তার ভ্যান নিয়ে পালিয়ে যায়। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন মাঠে কাজ করতে এসে উল্লেখিত স্থানে বিজয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে কাহালু থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠিয়ে দেয়।
বিজয়ের পারিবারিক সূত্রে জানানো হয়, সে সোনারায় উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। পড়াশুনার পাশাপাশি পরিবারকে সাহায্য করার জন্য সে অটোভ্যান চালাত। বিজয় গত বুধবার বিকেলে তার অটোচার্জার ভ্যান নিয়ে যাত্রী পরিবহনের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর কোন খোঁজ মিলেনি। বৃহস্পতিবার সকালে তার চাচাতো ভাই অটোরিকশায় মাইক লাগিয়ে বিজয়ের নিখোঁজ সংবাদ প্রচার করার সময় বগুড়া শহরের মাটিডালি এলাকায় এসে জানতে পারে যে, কাহালু উপজেলা এলাকায় এক যুবকের লাশ পাওয়া গেছে। তারা সেই সুত্র ধরে, কাহালু থানায় এসে বিজয়ের লাশ শনাক্ত করে। ধারনা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তার ভ্যানসহ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার জন্য বেশি ভাড়ার লোভ দেখিয়ে গভীর রাতে তাকে এই এলাকায় নিয়ে এসে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে যায়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আব্দুর রশিদ, কাহালু থানার অফিসার ইনচার্জ আমবার হোসেনসহ বগুড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাহালু থানার অফিসার ইনচার্জ আমবার হোসেন জানান, বিষয়টি সুক্ষ্মভাবে খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও থানায় বিজয়ের হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভ্যান উদ্ধার বা কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।