শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র ১৯ হাজার ২২১ পিচ সরকারি পিল উদ্ধার

প্রকাশিত: এপ্রিল ০১, ২০২২, ০৮:৫২ সকাল
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:০৫ সকাল

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্তবর্তী কচাকাটা থানার মাদারগঞ্জ এলাকায় নদীপথে প্রায় সাড়ে ১১ লাখ টাকার সরকারি জন্মনিয়ন্ত্রণ পিল উদ্ধার করেছে বিজিবি। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ধণীরামপুর এলাকায় গঙ্গাধর নদীতে নৌকায় পাচারের সময় নৌকাসহ ট্যাবলেটগুলি জব্দ করা হয়।


কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের মাদারগঞ্জ বিওপি’র কমান্ডার মিজানুর রহমান জানান, বিজিবি টহল দলের নিয়মিত তদারকির অংশ হিসেবে বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কচাকাটা ইউনিয়নের ধণীরামপুর এলাকায় আন্তর্জাতিক ১০২৫/৫এস পিলারের ১শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গাধর নদীতে একটি শ্যালো চালিত ছোট নৌকা থামতে বললে নৌকার লোকজন বিজিবিকে দেখে  নদীতে লাফ দিয়ে সাঁতরিয়ে সটকে পরে। এসময় নৌকাটি আটক করে তার ভেতর থেকে ১৯ হাজার ২২১ পিচ সরকারি জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেটসহ নৌকাটি জব্দ করা হয় । জব্দকৃত পিলগুলোর মূল্য ১১ লাখ ৫২ হাজার ৭২০ টাকা । ধারণা করা হচ্ছে নদী পথে ভারতে পাচারের উদ্যোশে ট্যাবলেটগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।


সরকারি জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট আটকের কথা নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. আব্দুল মুত্তাকিম। উল্লেখ্য, চলতি মাসের ৯মার্চ তারিখে মাদারগঞ্জ বিওপি’র অধীণ জালিয়ার চরে আন্তর্জাতিক ১০৩৩ সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৯৯ হাজার ৯শ’ পাতার সরকারি জন্ম নিয়ন্ত্রণ পিল ও ৪০০ লিটার ডিজেল আটকের পর দ্বিতীয়বার একই সীমান্তে এই ঘটনা ঘটল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়