শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

বগুড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ও প্রাণনাশের হুমকিসহ নানা অভিযোগ

প্রকাশিত: এপ্রিল ০১, ২০২২, ০৯:০০ সকাল
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:০৫ সকাল

স্টাফ রিপোর্টার: বগুড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ও প্রাণনাশের হুমকিসহ নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনটি করেন বগুড়ার শাজাহানপুরের চকলোকমান খন্দকারপাড়ার নুসরাত জাহান।


এসময় লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, বগুড়ার শাজাহানপুরের চকলোকমান খন্দকারপাড়ার বেলায়েত হোসেন রাজা ও তার ছেলেরা এলাকার অত্যন্ত আলোচিত ব্যক্তি। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট ও তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না। গত ২৬ মার্চ সকালে তার স্বামী আতিকুর রহমান বিপ্লবকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। এমন খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে গেলে প্রতিপক্ষ তার স্বামীকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। এরপর থেকে প্রতিপক্ষের লোকজন নানাভাবে হুমকি দিয়ে আসছে। নিজের, পরিবারের ও সন্তানের জীবনের নিরাপত্তাহীনতায় তিনি বাড়ি থেকে বের হতে পারছেন না অভিযোগ করে, সবার নিরাপত্তা চেয়ে তিনি পুলিশসহ সবার সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়