স্টাফ রিপোর্টার: বগুড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ও প্রাণনাশের হুমকিসহ নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনটি করেন বগুড়ার শাজাহানপুরের চকলোকমান খন্দকারপাড়ার নুসরাত জাহান।
এসময় লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, বগুড়ার শাজাহানপুরের চকলোকমান খন্দকারপাড়ার বেলায়েত হোসেন রাজা ও তার ছেলেরা এলাকার অত্যন্ত আলোচিত ব্যক্তি। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট ও তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না। গত ২৬ মার্চ সকালে তার স্বামী আতিকুর রহমান বিপ্লবকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। এমন খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে গেলে প্রতিপক্ষ তার স্বামীকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। এরপর থেকে প্রতিপক্ষের লোকজন নানাভাবে হুমকি দিয়ে আসছে। নিজের, পরিবারের ও সন্তানের জীবনের নিরাপত্তাহীনতায় তিনি বাড়ি থেকে বের হতে পারছেন না অভিযোগ করে, সবার নিরাপত্তা চেয়ে তিনি পুলিশসহ সবার সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।