শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

কুড়িল ফ্লাইওভারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

প্রকাশিত: এপ্রিল ০২, ২০২২, ০১:৩৮ রাত
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:০৫ সকাল

রাজধানীর কুড়িল ফ্লাইওভারে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।


শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।তার নাম মাইশা মমতাজ মিম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে একজন পথচারী মিমকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেন, কুড়িল ফ্লাইওভার থেকে ৩০০ ফিট নামার পথে দুর্ঘটনাটি ঘটেছে।নিহত ওই ছাত্রীকে আমরা কুর্মিটোলা হাসপাতালে পেয়েছি। ওখানে তার একটি স্কুটি পাওয়া গেছে।

লাশ সুরতহাল শেষে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, মিমের বাসা উত্তরাতে। তিনি কোথা থেকে কোন দিকে যাচ্ছিলেন- তা তাৎক্ষণিক জানা যায়নি।

ফ্লাইওভারের ওপর দুর্ঘটনা কীভাবে ঘটেছে- তার বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি ওসি।বলেন, তারা জানার চেষ্টা করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়