শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

ভোলায় ডায়রিয়ার প্রকোপ, এক সপ্তাহে আক্রান্ত ৪০১

প্রকাশিত: এপ্রিল ০২, ২০২২, ০৬:১৮ সকাল
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:০৫ সকাল

ভোলায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গত এক সপ্তাহে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪০১ জন।


শুক্রবার (১ এপ্রিল) নতুন করে জেলা সদর হাসপাতালে আরও ১১, দৌলতখানে ৬, মনপুরায় ৪, লালমোজনে ৮ ও তজুমদ্দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে শয্যা সংকট থাকায় অনেক রোগীকে মেঝেতে থেকে চিকিৎসা নিতে দেখা গেছে। আক্রান্তদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যা বেশি।

অন্যদিকে রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা। আবহাওয়া পরিবর্তন এবং গরম বেড়ে যাওয়ার কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলে জানান চিকিৎসকরা। তবে হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ সরবরাহ রয়েছে।

ভোলা সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি আছেন ৪০ জন রোগী। এর মধ্যে নতুন করে ভর্তি হয়েছেন ১১ জন। এখানে ১০টি শয্যা থাকলেও গাদাগাদি করে এক বেডে একাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। কেউ আবার বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।  

ভোলা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স কবিতা বিশ্বাস  বলেন, হাসপাতালের রোগীদের চাপ একটু বেশি। তবুও আমরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।

ভোলার সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান  বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে সারাদেশের মতো ভোলাতেও ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। আমাদের হাসপাতালগুলোতে পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন সরবরাহ রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়