ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকে এবং অপরদিকে তাস ও জুয়া খেলার অপরাধে মোট ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো উপজেলা আলমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফোঁপড়া গ্রামের মোকারম হোসেনের ছেলে আব্দুস সবুর চঞ্চল (২২), ওই ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফোঁপড়া দেওতাহার গ্রামের আব্দুল মজিদ খাঁর ছেলে নাজমুল হোসেন (৩৫), বগুড়ার কাহালু উপজেলার রিতা মনি পপি (২১), একই উপজেলার সাদিয়া সুলতানা (২১), শাজাহানপুর উপজেলার সিমা খাতুন (২০), ক্ষেতলাল আলমপুর খাঁ পাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ওবায়দুল মিয়া সাজু (৩০), ফোঁপড়া গ্রামের আব্দুস সালামের ছেলে মেহেদুল ইসলাম (৩০), একই গ্রামের মোশারফ মল্লিকের ছেলে মেহেদুল ইসলাম (৩৫), সুজাপুর গ্রামের আবু সাঈদের ছেলে জুয়েল রানা (৩৫), দুপচাঁচিয়া উপজেলার ছোটকোল গ্রামের সাদেক আলী প্রামানিকের ছেলে মাইদুল ইসলাম(২৭)। অপরদিকে তাস ও জুয়া খেলার অপরাধে পৃথক অভিযান চালিয়ে উপজেলার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৩৫), বানাইচ গ্রামের সোলাইমান আলী (৪২), থামড়া গ্রামের বুলু শেখ (৪৮), শিবগঞ্জ উপজেলার মিরপুর গ্রামের রাজীব প্রামানিক (৫০), দুপচাচিয়া উপজেলার আটগ্রাম বেলোহালী গ্রামের কুদ্দুস (৩৪) ও চামরুল গ্রামের কায়সার।
ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ রওশন ইয়াজদানী বলেন, গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কাজে এবং তাস ও জুয়া খেলায় জড়িত থাকার অপরাধে মোট ১৭জনকে গ্রেফতার করা হয়। তাদের কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।