শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

তারাগঞ্জে এক কিলোমিটার সড়ক যেন ছোট নদী

প্রকাশিত: এপ্রিল ০২, ২০২২, ০৯:২১ সকাল
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:০৪ সকাল

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার প্রধান প্রবেশপথ জন গুরুত্বপূর্ণ সড়কটি এক কিলোমিটার যেন ছোট নদীতে পরিনত হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে উপজেলাসহ পার্শ্ববর্তী কিশোরগঞ্জ উপজেলার লোকজন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়ত করে থাকেন। শুধু হাজার হাজার লোকজন নয় প্রতিদিন এমন সংখ্যক যানবাহন চলাচল করে। কিন্তু সড়কটির তারাগঞ্জ সদর হাট-বাজার এলাকার এক কিলোমিটার এখন খানাখন্দের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টিতে ছোট নদীতে পরিনত হয়। এ কারণে এ অংশ দিয়ে চলাচল করতে গিয়ে যানবাহনের চালক, যাত্রী ও পদচারীদের বেশ কয়েক বছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে।


সড়কের ওই অংশের খারাপ অবস্থা হওয়ার সত্যতা নিশ্চিত করে এলজিইডির উপজেলা প্রকৌশলী আহাম্মেদ জামান জানান, সড়কটির ওই অংশের কথা আমাদের জানা আছে। এ নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। বরাদ্দ পেলে সড়কটির সংস্কার করা হবে। এলাকার লোকজন জানান, তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কটির দৈর্ঘ্য ১১ কিলোমিটার। এ সড়ক দিয়ে দুই উপজেলার হাজারো মানুষ, যানবাহন চলাচল করে। সড়কের পানি নিস্কাশনের জন্য ২০২০ সালে চৌপথী বাসস্ট্যান্ড হয়ে কেল্লাবাড়ি পর্যন্ত ১ কিলোমিটার সড়কের পাশে প্রায় কোটি টাকা ব্যয়ে নালা নির্মাণ করা হলেও সেটি কাজে আসছে না। পথচারীদের অভিযোগ পরিকল্পনা ছাড়াই পানি নিস্কাশনের নালা করার কারণে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী ও এলাকার লোকজন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, ব্যাংক/বীমা, হাসপাতাল, সহ বিভিন্ন কাজের জন্য একমাত্র পথ তাদের।


আজ শুক্রবার তারাগঞ্জ হাটবারের দিন সরেজমিনে গিয়ে দেখা যায়, রংপুর-দিনাজপুর মহাসড়ক থেকে নেমেই উপজেলার প্রধান প্রবেশ পথ নতুন চৌপথী থেকে হাটবাজার এলাকা পর্যন্ত এক কিলোমিটার সড়কটি যেন ছোট নদীতে পরিনিত হয়েছে। বড় বড় গর্তে জমে রয়েছে পানি। গর্তে জমে থাকা কাদা আর পানি পুরো সড়কে জলাবদ্ধতার সৃষ্টি করার কারণে সাধারণ মানুষ অতিকষ্টে চলাচল করছে। যানবাহানগুলো ঝুঁকি নিয়ে হেলে দুলে চলাচল করছে। কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান আফজালুল হক সরকার বলেন, জনগুরুত্বপূর্ণ সড়কটির বিষয়ে একাধিকবার উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটিতে অবগত করা হয়েছে। কিন্তু কাজের কাজ হচ্ছে না। উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন বলেন, সংসদ মহাদয়কে জনগুরুপ্তপূর্ন সড়কটির বিষয়ে জানানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়