রাজধানীর শাহবাগ থানার কদমতলা এলাকায় ময়লার স্তূপ থেকে অজ্ঞাত এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া।
তিনি বলেন, মনোয়ারা বেগম নামে এক নারী ময়লার স্তূপে ওই নবজাতককে দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরে কদমতলার দক্ষিণ পাশের ব্রিজের ময়লার স্তূপ থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, কে বা কারা নবজাতকের মরদেহ এখানে ফেলে গেছে সেটি শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।