শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

চাঁপাইনবাবগঞ্জে দাম্পত্য কলহের জেরে গৃহবধুর আত্মহত্যা 

প্রকাশিত: এপ্রিল ০৩, ২০২২, ০১:৫৭ রাত
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:০৩ সকাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ  সদর উপজেলায়  দাম্পত্য কলহের জেরে রোজিবোন নাহার বর্ণা (২৪) নামে এক সন্তানের জননী এক গৃহবধু আত্মহত্যা করেছেন।

গতকাল শুক্রবার (১ এপ্রিল) রাত ১১টার দিকে ঝিলিম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কালুপুর গুচ্ছগ্রামে স্বামী কেতাবুল ইসলামের বাড়িতে নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস দেন বর্ণা। পরিবারের সদস্যরা বিঝয়টি টের পেয়ে  তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ উদ্ধারকারী সদর থানার উপপরিদর্শক (এসআই) ওবাইদুল হক বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া খবরে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। 

আজ শনিবার(২ এপ্রিল) দুপুরে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিজ মায়ের নিষেধ অগ্রাহ্য করে স্বামীর সাথে কলহের জেরে হুমকি দিয়ে জেদ করে আত্মহত্যা করেন বর্ণা। ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে বলেও জানান উপপরিদর্শক ওবাইদুল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়