শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

কাউনিয়ায় চাচাতো ভাইকে গলাকেটে হত্যা, জ্যাঠাতো ভাই গ্রেফতার

প্রকাশিত: এপ্রিল ০৩, ২০২২, ০৩:৫১ রাত
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:০২ সকাল

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় ঘরের মেঝেতে পুঁতে রাখা সাইদুল ইসলাম (২৪) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শনিবার দুপুরে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামে ঘরের মেঝে খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাইদুলের জ্যাঠাতো ভাই রফিকুল ইসলামকে (৩০) গ্রেপ্তার এবং ও তার স্ত্রী বুলবুলি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রফিকুল ওই গ্রামের হারেস উদ্দিনের ছেলে এবং নিহত সাইদুল একই গ্রামের অজিমুদ্দিনের ছেলে। তারা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি সাইদুল।  শনিবার সকালে রফিকুলের বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেতে রক্তমাখা দা ও মাটিতে রক্তের দাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  সেই রক্তের দাগ অনুসরণ করে রফিকুলের ছোট ভাইয়ের ঘরের মেঝেতে মাটিতে পুঁতে রাখা সাইদুলের মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান। আটক রফিকুলের বরাত দিয়ে ওসি জানান, রফিকুলের স্ত্রী বুলবুলি বেগমকে প্রায়ই সময় কুপ্রস্তাব দিতেন সাইদুল। এ নিয়ে কয়েকবার নিষেধ করা হলেও তা মানেননি সাইদুল।

শুক্রবার রাত দশটার দিকে বাজার থেকে বাড়ি ফিরে ঘরের পেছনে সাইদুলকে দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন রফিকুল। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে সাইদুলকে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে দা দিয়ে ঘাড়ে কোপ দেন রফিকুল। এতে ঘটনাস্থলেই মারা যান সাইদুল। পরে মরদেহ নিয়ে এসে রফিকুল তার ঢাকায় অবস্থানরত ছোট ভাইয়ের ঘরের মেঝে খুঁড়ে পুঁতে রাখেন।

ওসি মাসুমুর রহমান আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলের ফরেনসিক বিভাগে পাঠানো। এ ঘটনায় আটক রফিকুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রফিকুলের স্ত্রী বুলবুলি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে ৪/৫ বছর আগে জমির আইল নিয়ে নিহত সাইদুলের সঙ্গে রফিকুলের হাতাহাতি হয়।  পুলিশ সব দিক বিবেচনা করে তদন্ত অব্যাহত রেখেছে।

রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান,  স্ত্রীকে কুপ্রস্তাব দিতেন বলে আসামি রফিকুল যে দাবি করছেন তা প্রকৃত কারণ নাও হতে পারে। হত্যাকাণ্ডের ঘটনায় আরও কোনো বিষয় জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।  হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত রফিকুলকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এজন্য রফিকুলের স্ত্রী বুলবুলিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়