শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

জলঢাকা পৌর শহরের ব্যস্ততম সড়কে জলাবদ্ধতা

প্রকাশিত: এপ্রিল ০৩, ২০২২, ০৬:৫৫ সকাল
আপডেট: এপ্রিল ১০, ২০২২, ০৮:৪৫ সকাল

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা পৌরশহরের প্রধান সড়কে জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সামান্য বৃষ্টিতে আবারও কাদাজলের শহরে পরিণত হয়েছে জলঢাকা পৌরশহর। জলাবদ্ধতার কারণে শহরের রাস্তায় গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ব্যবসায়ী ও স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং পথচারীসহ যানবাহন চলাচলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে প্রতিনিয়তই।
এলাকাবাসী জানান, পৌরশহরের ওপর দিয়ে যাওয়া এ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি এবং রাস্তার পাশে গড়ে ওঠা কিছু দোকানপাটের ফলে যানজট লেগেই থাকে। সম্প্রতি সড়ক উন্নয়নে ভেঙে ফেলা হয় সড়কের পাশের কিছু দোকানপাট। এদিকে নোটিশ ছাড়াই দোকান সরানো অযৌক্তিক দাবি করে আন্দোলন শুরু হলে বন্ধ হয়ে যায়। রাস্তা প্রশস্ত করণের এ চলমান উন্নয়ন কাজ। গত বৃহস্পতিবার ও শুক্রবার সকালের সামান্য বৃষ্টিতে পৌরশহরের প্রাণকেন্দ্র জিরোপয়েন্ট মোড় থেকে থানা মোড়ের মাঝামাঝি অবস্থানে এ ব্যস্ততম সড়কে হাটু পরিমাণ পানি জমে থাকায় বর্তমানে তা পুকুরে পরিণত হয়েছে। সেখানে প্রতি মুহূর্তেই আটকা পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে ছোটবড় সব ধরনের যানবাহন। এতে স্কুল কলেজের শিক্ষার্থী ও ব্যাবসায়ীসহ পথচারীদের চলাচলে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়