শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

কাউনিয়ায় টিসিবির কার্ড দেওয়ার নামে টাকা আদায় একজন গ্রেফতার

প্রকাশিত: এপ্রিল ০৩, ২০২২, ০৬:৫৮ সকাল
আপডেট: এপ্রিল ১০, ২০২২, ০৮:৪৪ সকাল

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়ার নামে উপকারভোগীদের কাছে প্রতারণা করে টাকা আদায়ের অভিযোগে নিরব হোসেন নিরাশাকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার হারাগাছ ইউনিয়নের ধুমগড়া গ্রামে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিরব হোসেন নিরাশা উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন দারগার চাতাল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ বাদি হয়ে হারাগাছ থানায় মামলা দায়ের করেছেন। আজ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।


মামলার বরাত দিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা ইন্সপেক্টর তদন্ত এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, নিরব হোসেন নিরাশা হারাগাছ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আদুরী বেগমের ছোট ভাই। নিরাশা নিজেকে চেয়ারম্যানের প্রতিনিধি পরিচয় দিয়ে গতমাসে ধুমগড়া গ্রামে বেশকয়েকজন অসহায় দরিদ্র পরিবারের কাছে টিসিবির ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে প্রতিজনের কাছ থেকে ১১শ’ করে টাকা আদায় করে। শুক্রবার সন্ধ্যায় সে  ধুমগাড়া গ্রাম গিয়ে চেয়ারম্যানের প্রতিনিধি পরিচয় দিয়ে অসহায় দরিদ্র মানুষদের কাছে টিসিবির ফ্যামিলি কার্ড দেয়ার নামে আবারও টাকা দাবি করে। স্থানীয় লোকজন প্রতারণার বিষয়টি টের পেয়ে তাকে আটক করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।


হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ বলেন, প্রতারক নিরাশা তার ইউনিয়নের বাসিন্দা। কিন্তু সে চেয়ারম্যানের কোনো প্রতিনিধি নয়। নিরাশার প্রতারণার সাথে তার বোন সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও জড়িত থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে। কারণ বিগত দিনে যাদের কাছ থেকে টাকা নিয়েছিল তাদের টাকা ফেরত দেয়ার জন্য সংরক্ষিত মহিলা সদস্যকে বলেছিলাম। কিন্তু তিনি আমার কথা মানেননি।


হারাগাছ থানা ইন্সপেক্টর তদন্ত এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, প্রাথমিক তদন্তে টিসিবির কার্ড দেয়ার নামে প্রতারণার বিষয়টির সত্যতা পাওয়া গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়