শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

গ্রাম পুলিশকে পেটালেন বিএনপির সভাপতি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২২, ০৯:২৫ রাত
আপডেট: এপ্রিল ১৭, ২০২২, ০৯:২৫ রাত

কক্সবাজারের রামুতে ফরিদুল আলম (৪৫) নামের এক গ্রাম পুলিশকে বেধড়ক মারধরের পাশাপাশি হত্যার হুমকি দেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার দু’দিন পার হতে না হতেই ফের হত্যার হুমকি দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় মিঠাছড়ি কাইম্যারঘোনা এলাকায় প্রধান সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় আবার হত্যারও হুমকি দিয়েছে মোক্তার আহম্মদ; যিনি রামু উপজেলা বিএনপির সভাপতি।

ফরিদুল আলম দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ ও মৃত ফজল আহম্মদের ছেলে। এ ব্যাপারে রামু থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ফরিদ ইউনিয়ন পরিষদের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি ও এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত সহযোগিতা করে আসছেন। এরই প্রেক্ষিতে মোক্তার আহম্মেদের দুই ছেলে যাথাক্রমে জাবেদ ইকবাল ও আবছার কামাল। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি থেকে শুরু করে একাধিক মামলার সূত্রে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান পরিচালনাকালীন স্থানীয় গ্রাম পুলিশ হিসেবে তাকে সহযোগিতা করতে হয়।

গ্রাম পুলিশ ফরিদুল আলম বলেন, গত ১৪ এপ্রিল বিকেলে সাদেরপাড়া বাজারে জনৈক নুরুল ইসলামের দোকানে ইফতার সামগ্রী কিনতে গেলে মুখোমুখি হয় মোক্তার আহম্মদের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করায় সে সময় তিনি প্রকাশ্যে বেধড়ক মারধর করার পাশাপাশি হত্যারও হুমকি দেন। সেই সঙ্গে ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া ও পরিবারের লোকজনকে গুম করারও হুমকি দেওয়া হয়েছে। তাই নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে রামু থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

মোক্তার আহম্মদ রামু উপজেলা বিএনপির সভাপতি। তার ছেলেরা এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও ত্রাস সৃষ্টি করায় একাধিক মামলা হয়। বেশ কয়েকটি মামলা থাকা সত্ত্বেও এলাকায় তারা বীরদর্পে বিচরণ করে যাচ্ছে।

এ ব্যাপারে মোক্তার আহম্মদ তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রাম পুলিশ ফরিদ আমার জায়গায় নির্দিষ্ট সময়ের জন্য বসত বাড়ি করেছেন। তা না করে উল্টো আমার সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হচ্ছে। তিনি বলেন, আমি ও ছেলেরা সন্ত্রাসী নয়, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় মিথ্যা অভিযোগ করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ারুল হোসেন জানান, ফরিদুল আলম নামের এক গ্রাম পুলিশকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ অগ্রসর হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়