শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

জমি নিয়ে বিরোধ, আ.লীগ নেতা খুন

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২২, ০৯:২৭ রাত
আপডেট: এপ্রিল ১৭, ২০২২, ০৯:২৭ রাত

যশোরের শার্শায় মগর আলী নামে এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল শনিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে শার্শা উপজেলার কাগমারী গ্রামে আবুল হোসেনের লেদ দোকানের সামনে এই ঘটনা ঘটে। তিনি নিজের ভাতিজার হাতে খুন হয়েছেন বলে অভিযোগ রয়েছে। নিহত মগর আলী বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে আরব আলী ও মগর আলীর মধ্যে ঝগড়া হয়। এ সময় মগর আলীকে মারধর করা হয়। মগর আলী মারধর খেয়ে বাড়িতে এসে তার দুই ছেলে হাসান ও হোসেন এবং নাতি ছেলে ইয়াসিনকে ডেকে নিয়ে যান। এ সময় দু’পক্ষের লোকজনের মধ্যে মারমারি শুরু হয়।

একপর্যায়ে আরব আলীর ছেলে হারুন তার চাচা মগর আলীর পেটে ছুরিকাঘাত করেন। ফলে আলীর পেটের নাড়িভুড়ি বের হয়ে আসে। এ ছাড়া ঘটনাস্থলে হাসান আলী ও তার ছেলে ইয়াসিন মারাত্মকভাবে আহত হন।

পরে উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে জরুরিভাবে তাদেরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে ভর্তির পর মগর আলীর মৃত্যু হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়