খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দাফতরিক মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে বলে জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, মোবাইল নম্বর ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে প্রতারণার ফাঁদ পেতেছে দুষ্কৃতকারীরা।
সোমবার (১৮ এপ্রিল) খুলনা জেলা প্রশাসনের ফেসবুক পেজে দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে হয়েছে, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দাফতরিক মোবাইল ফোন নম্বর (০১৩২২৮৭৫৫০০) ক্লোন করে অজ্ঞাত এক/একাধিক দুষ্কৃতকারী অর্থ চেয়ে বিভিন্ন ব্যক্তিকে কল করে ০১৯৩৯০৪০৬২৪-এই নম্বরে নগদ/বিকাশ পাঠানোর অনুরোধ জানাচ্ছে। বিষয়টি জেলা প্রশাসনের নজরে এসেছে। এ বিষয়ে অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও বলা হয়েছে, জেলা প্রশাসনের কথা বলে কল করে কেউ টাকা চাইলে বিষয়টি প্রশাসনের কোনও দায়িত্বশীল কর্মকর্তাকে জানানোর অনুরোধ করা হচ্ছে।
এ বিষয়ে খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মণ্ডল বলেন, জেলা প্রশাসকের নম্বর ক্লোন সংক্রান্ত বিষয়টি প্রাথমিকভাবে পুলিশ ও র্যাবকে জানানো হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের ফেসবুক পেজেও একটি সতর্কতামূলক তথ্য পোস্ট করা হয়েছে। আশা করছি, আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত বিষয়টি সুরাহা করবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।