শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লে. জেনারেল মনোজ পাণ্ডে

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২২, ০৭:৫৮ বিকাল
আপডেট: এপ্রিল ১৯, ২০২২, ০৭:৫৮ বিকাল

ভারতীয় সেনাবাহিনীর ২৯তম প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। এর আগে তিনি সহকারী সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। সোমবার (১৮ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করা হয়।


এনডিটিভির খবরে বলা হয়, আগামী ৩০ এপ্রিল অবসরে যাচ্ছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। ১ মে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন মনোজ পাণ্ডে।


 

ভারতীয় সংবাদ সংস্থা এনএনআই জানিয়েছে, প্রথমবার কোনো প্রকৌশলী ভারতের সেনাপ্রধান হতে চলেছেন। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক ছাত্র মনোজ পাণ্ডে ১৯৮২ সালের ডিসেম্বরে কর্পস অব ইঞ্জিনিয়ার্সে কমিশন লাভ করেন।


২০০১ সালে জম্মু কাশ্মীরে পশ্চিম সীমান্তে অপারেশন পরাক্রমে একটি ইঞ্জিনিয়ার রেজিমেন্টের কমান্ডার ছিলেন তিনি। দেশটির সেনাবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব নেয়ার আগে তিনি বিভিন্ন সময় ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি ইথিওপিয়া ও ইরিত্রিয়ায় জাতিসংঘ মিশনে প্রধান প্রকৌশলী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


৩৯ বছরের সামরিক কর্মজীবনে মনোজ পাণ্ডে নেতৃত্ব দিয়েছেন পশ্চিমাঞ্চলীয় ইঞ্জিনিয়ারিং ব্রিগেড, লাইন অব কন্ট্রোলে একটি ইনফ্যান্ট্রি ব্রিগেড এবং লাদাখ সেক্টরের একটি মাউন্টেইন ডিভিশন। ইস্টার্ন কমান্ডের দায়িত্ব নেয়ার আগে লেফটেন্যান্ড মনোজ পাণ্ডে আন্দামান ও নিকোবরের কমান্ডার অব চিফ ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়