স্মৃতিশক্তি বাড়াতে, জ্ঞান অন্বেষণে কিংবা আত্মার পরিশুদ্ধি ও শান্তিতে বই পড়ার কোনো বিকল্প নেই। তাই শিশুকে স্কুলের বইয়ের পাশাপাশি অন্যান্য বইও পড়তে আগ্রহী করে তুলুন। কারণ বিশেষজ্ঞরা বলছেন, শিশুর বই পড়ার অভ্যাসে জ্ঞানের পরিধি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বিকশিত হয় কল্পনাশক্তিও।
গবেষকরা বলছেন, বই পড়ার সময় আমাদের মস্তিষ্কের ভেতরে বেশকিছু পরিবর্তন ঘটতে শুরু করে, যার প্রভাবে একাধিক রোগব্যাধি দূর হয়। এ ছাড়া মনে রাখার ক্ষমতা বৃদ্ধি, মন ও মস্তিষ্কের ক্লান্তি দূর, দুশ্চিন্তা নিরসনের জন্য বই হতে পারে অন্যতম হাতিয়ার। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত বই পড়েন তার অন্যদের তুলনায় দীর্ঘজীবী হন। বই পড়ার এই সুফলগুলো পেতে চাইলে আপনার সন্তানকে ধীরে ধীরে বইপ্রেমী করে তুলুন। এর জন্য আপনাকে বিশেষ কিছু বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে।
স্মার্টফোনের যুগে অনেকেই এখন আর বই পড়েন না। দুপুরে কিংবা রাতে ঘুমানোর আগে বই পড়ার অভ্যাস এখন প্রায় অতীত। রাতে বই পড়ার চেয়ে ওয়েব সিরিজ দেখার নেশায় ডুবেছেন অনেকেই। অথচ এই অভ্যাসে আপনার জ্ঞান বুদ্ধি তো বাড়বেই না উল্টো আপনার দেখা দেবে শারীরিক ও মানসিক অবসাদ। তাই আপনার শিশুকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে চাইলে প্রথমেই নিজের বদ অভ্যাসগুলো ছেড়ে দিন। কেননা শিশুরা বড়দেরই অনুকরণ করে।
ছোটবেলা থেকেই শিশুকে বইয়ের গুরুত্ব বুঝিয়ে দিন। শিশুকে বলুন, জীবনে চলার পথে যদি কেউ নাও থাকে বই আর এর জ্ঞান সব সময় তার সঙ্গে থাকবে। বইয়ের জ্ঞানকে কেউ চুরি করতে পারে না। তাই সবারই বই পড়া উচিত।
শিশুর বই পড়ার অভ্যাস গড়ে তুলতে চাইলে শিশু যে ধরনের বই পড়তে চায় সে ধরনের বই তাকে কিনে দিন। এতে শিশু বই পড়ার আগ্রহ হারাবে না। শিশু যদি কখনো নিজে বই পড়তে না চায় তবে বই পড়ায় সঙ্গ দিন আপনিও। রাতে ঘুমাতে যাওয়ার আগে শিশুকে বই পড়িয়ে শুনাতে পারেন, বিশেষ করে পড়তে পারেন মজার কোনো গল্প।
শিশুর বই বাছাই করুন রঙিন মলাট দেখে। সেই সঙ্গে বইয়ের প্রতিটি পৃষ্ঠাতেই যেন সুন্দর ছবি থাকে সেটিও নিশ্চিত করুন। কেননা সুন্দর ছবির কারণে তাতে কী লেখা আছে তা জানার জন্য শিশু অবশ্যই বই পড়বে।
শিশুর বই পড়ার আগ্রহ বাড়াতে শিশুর মনে অনেক প্রশ্ন জাগ্রত করতে পারেন। তার উত্তর খুঁজতে দেখবেন শিশু বই পড়তে শুরু করে দেবে। এ ছাড়া শিশুকে বই উপহার হিসেবে দেওয়া, লাইব্রেরিতে কিংবা বইমেলায় নিয়ে যাওয়ার মতো অভ্যাসগুলোও শিশুকে ধীরে ধীরে বইপ্রেমী করে তুলবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।