শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

স্মার্ট অভিজ্ঞতা দিতে সাতটি নতুন সুপার ডিভাইস নিয়ে এলো হুয়াওয়ে

প্রকাশিত: মার্চ ৩১, ২০২২, ০৩:২১ রাত
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:০৯ সকাল

তথ্য ও প্রযুক্তি ডেস্ক: হুয়াওয়ে স্প্রিং ২০২২ স্মার্ট অফিস উন্মোচন অনুষ্ঠানে সাতটি নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ। পণ্যগুলো হচ্ছে: নতুন ফ্ল্যাগশিপ ল্যাপটপ, প্রতিষ্ঠানটির প্রথম অল-ইন-ওয়ান পিসি, নতুন টু-ইন-ওয়ান ল্যাপটপ, প্রথম ই-ইঙ্ক ট্যাবলেট, নতুন হারমোনিওএস ট্যাবলেট, প্রতিষ্ঠানটির প্রথম প্রিন্টার এবং একটি নতুন পোর্টেবল স্পিকার। বিশ্বজুড়ে ক্রেতাদের জন্য স্মার্ট অফিস এবং তাদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করতে প্রতিষ্ঠানটির বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবেই গতকাল মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২২-এ পণ্যগুলোর ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। 

উন্মোচন অনুষ্ঠানে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্র“পের প্রধান নির্বাহী রিচার্ড উ বিশ্বজুড়ে গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা ও উদ্ভাবনের সুবিধা প্রদানে প্রতিষ্ঠানটির ৫-১০ বছরব্যাপী এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) লাইফনির্ভর পরিকল্পনার ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ কৌশল পাঁচটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কোলাবোরেটিভ ডিভাইস উন্নয়নের লক্ষ্য কাজ করে। এ পাঁচটি ক্ষেত্র হচ্ছে: স্বাস্থ্য ও ফিটনেস, স্মার্ট হোম, সহজ ভ্রমণ, স্মার্ট অফিস এবং বিনোদন। 

নতুন এ উন্মোচনের সাথে ব্যবহারকারীরা এখন হুয়াওয়ের শক্তিশালী ফিচারসমূহ হুয়াওয়ে পিসি ও স্মার্ট অফিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এখন ব্যবহারকারীরা পিসি স্মার্ট স্ক্রিনের সাথে কানেক্ট করে সুপার ডিভাইস তৈরি করে কার্যকরী ভিডিও সুবিধা উপভোগ করতে পারবেন। মাল্টি-টাস্কিং এর উদ্দেশ্যে দু’টি ডিভাইস কানেক্ট করার পর তারা এখন পিসি স্ক্রিনে ফোনের তিনটি পর্যন্ত উইন্ডো ওপেন করতে পারবেন। 

পিসি ও মনিটরের মাধ্যমে সুপার ডিভাইস তৈরি করে তারা এখন নিজেদের কর্মক্ষমতা বৃদ্ধির সুযোগ পাবেন। অথবা তারা পিসি, ট্যাবলেট ও স্টাইলাসের মাধ্যমে সুপার ডিভাইস তৈরি করে তাদের সৃষ্টিশীলতার অবারিত সুযোগ উন্মোচন করতে পারবেন।      

এছাড়াও, প্রতিষ্ঠানটি হুয়াওয়ে মোবাইল অ্যাপ ইঞ্জিন উন্মোচন করেছে, যা পিসি ব্যবহারকারীদের অ্যাপগ্যালারির সমৃদ্ধ বিভিন্ন কনটেন্ট থেকে কনটেন্ট উপভোগের সুযোগ করে দিবে। পাশাপাশি, পিসি ইকোসিস্টেমের অভিজ্ঞতাও সমৃদ্ধ করবে।   

নতুন উন্মোচিত হুয়াওয়ে মেটবুক এক্স প্রো, মেটস্টেশন এক্স, মেটবুক ই, মেটপ্যাড পেপার ও মেটপ্যাড এসবগুলো ডিভাইসেই সুপার ডিভাইস ফিচার ব্যবহার করা যাবে। এছাড়াও, বিদ্যমান মডেল ব্যবহারকারীরা তাদের হুয়াওয়ে পিসি ম্যানেজারের সংস্করণ হালনাগাদ করে সুপার ডিভাইস ফিচার উপভোগ করতে পারবেন। হুয়াওয়ে এর মোবাইল অ্যাপ ইঞ্জিন বেটা প্রোগ্রামের ব্যাপারে ঘোষণা দিয়েছে। এ বেটা প্রোগ্রাম শীঘ্রই উন্মোচন করা হবে এবং পিসি ম্যানেজার হালনাগাদ সংস্করণ আপগ্রেড করে এটা ব্যবহার করা যাবে। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়