শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

ডিসেম্বরেই আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন: ওবায়দুল কাদের

প্রকাশিত: এপ্রিল ০২, ২০২২, ১১:৫৮ রাত
আপডেট: এপ্রিল ১৫, ২০২২, ০১:২৪ দুপুর

আগামী ডিসেম্বরেই আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল। শনিবার (২ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ এবং নবায়ন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা জানান তিনি। এসময় তিনি জাতীয় সম্মেলনের আগেই মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের তারিখ ঘোষণার নির্দেশ দেন।

এসময় তিনি ডায়রিয়া পরিস্থিতির চলমান অবনতি নিয়ে বলেন, শুধু ডায়রিয়ায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে ডায়রিয়ার সাথে বমি হলে দ্রুত হাসপাতালে যেতে হবে। এছাড়া, বাইরের খাবার পরিহার করা ও ফুটানো পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। মার্চ-এপ্রিলে ডায়রিয়ার রোগী স্বাভাবিকভাবে বাড়ে। তবে করোনার কারণে গত দুই বছর রোগীর চাপ অনেক কম ছিল। এখন করোনা কমে যাওয়া ডায়রিয়ার রোগী বাড়ছে। ভয় পাওয়ার কিছু নেই। আর এ পরিস্থিতি অস্বাভাবিক না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বরাবরের মতো বিএনপির রাজনীতি নিয়ে কথা বলেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি কী চায় তা তারা নিজেরাই জানে না। তাদেরকে এদিক-ওদিক না ঘুরে নির্বাচনে অংশ নেবার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, গত বারো বছরে কোনো লাভ হয়নি। আগামী এক বছরেও কোনো লাভ হওয়ার সম্ভবনা নেই। নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ীই হবে, কারও জন্য অপেক্ষা করবে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়