শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

তিন মানদণ্ডে উপাচার্য নিয়োগ দেওয়া হয় : শিক্ষামন্ত্রী

প্রকাশিত: মার্চ ৩০, ২০২২, ০৪:৩০ সকাল
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:১২ সকাল

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের তিনটি মানদণ্ডের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়- একাডেমিক নৈপুণ্য, গবেষণায় অবদান এবং শিক্ষক সমিতিতে নেতৃত্ব ও প্রশাসনিক অভিজ্ঞতা।’


আজ মঙ্গলবার জাতীয় সংসদে পিরোজপুরে একটি নতুন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল পাস হওয়ার পর তিনি এ কথা বলেন। বিলটি সংসদে কণ্ঠ ভোটে পাস হয়।

ডা. দীপু মনি বলেন, ‘যদিও আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য পদে উচ্চ যোগ্য লোক চাই। কিন্তু অনেকেই প্রশাসনিক বোঝা বিবেচনা করে পদে থাকতে রাজি নন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ভিসির কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি থাকা সত্ত্বেও, প্রায় সবাই তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন।’

বৃত্তিমূলক প্রশিক্ষণ শুধু ‘কম বুদ্ধিমান’ এবং প্রান্তিক পরিবারগুলোর জন্য এমন ভুল ধারণা দূর করার আহ্বান জানিয়ে তিনি দেশে কারিগরি প্রতিষ্ঠানের উন্নয়নে তার মন্ত্রণালয়ের প্রচেষ্টার রূপরেখা তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় তরুণদের সফট স্কিল ও কারিগরি জ্ঞান প্রদানের জন্য গুরুত্বপূর্ণ শহর ও জেলায় কারিগরি কলেজ, বৃত্তিমূলক প্রতিষ্ঠান এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়