শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

পরীমনির ‘প্রেগন্যান্সি বৈশাখ’

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২২, ১১:২১ রাত
আপডেট: এপ্রিল ১৫, ২০২২, ১১:২১ রাত

২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করে ঘর বাঁধেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। আর এর পরই মা হওয়ার খবর দেন তিনি।


গতকাল বৃহস্পতিবার ছিল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তাই পরীমনি বাংলা নতুন বছরকে হ্যাশট্যাগ দিয়ে বলছেন ‘প্রেগন্যান্সি বৈশাখ’।

বৃহস্পতিবার বিকালে পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘#প্রেগন্যান্সি বৈশাখ’ লিখে হাতে মেহেদি দেওয়ার কথা জানান।

পরীমনি লেখেন, ঘটা করে কোনো উৎসবে মেহেদি পরা এবারই প্রথম। কাল (বুধবার) ঘুম থেকে উঠে মনে হলো আজ দুহাত ভরে মেহেদি পরা যায়! 

তিনি লেখেন, শুটিংয়ের তাড়া নেই। আর সাজুগুজুও করা হয় না কত দিন। মেহেদি পরা যে এত কঠিন ধৈর্য্যের ব্যাপার বিশ্বাস করো নেহা আপু আমি বুঝতেই পারিনি। যদি একটু বুঝতে পারতাম… বাবারে তোমাদের ধৈর্য্যের কথা চিন্তা করে নিজে একটু সান্ত্বনা পাই। অনেক জ্বালিয়েছি তোমাদের।

পরী এখন বেশি নড়াচড়া করেন না। কারণ তিনি অন্তঃসত্ত্বা। এ নিয়ে পরীর ভাষ্য— সব দোষ তোমাদের অনাগত মাম্মাটার।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়