শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

জেনে নিন নুসরাত ফারিয়ার ফিট থাকার রহস্য

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২, ০৯:১৪ রাত
আপডেট: এপ্রিল ১৬, ২০২২, ০৯:১৪ রাত

বাংলাদেশের অন্যতম ফ্যাশন আইকনিস্ট অভিনেত্রী নুসরাত ফারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভক্তরা খুব ভালো করেই জানেন যে, শরীরকে ফিট রাখতে কত পরিশ্রমই না করেন এই নায়িকা। নিয়মিত শরীরচর্চা করেন ফারিয়া। সঙ্গে মেনে চলেন কড়া ডায়েট। শরীরকে ফিট রাখার বিষয়ে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ তিনি।

সে কারণেই শরীরের প্রয়োজন অনুযায়ী খাদ্যগ্রহণ এবং অতিরিক্ত ক্যালোরি পোড়াতে কঠোর শরীরচর্চায় মনোযোগ দেন নুসরাত ফারিয়া। পাশাপাশি খাবার এবং পানীয়- এ দুটি বিষয়েই তিনি সমান সতর্ক। প্রচুর পরিমাণে পানি পান করেন নায়িকা। এতে শরীর যেমন সুস্থ থাকে, ঠিক তেমনই ত্বক এবং চুলের স্বাস্থ্যও ভেতর থেকে ঝলমলে হয়।

শরীরকে ফিট রাখতে ভাতের ধারেকাছে একেবারেই যান না এই অভিনেত্রী। ফারিয়ার মতে, ভাত নাকি শরীরকে মুটিয়ে দেয়। ভাত খান না, তাহলে কী খান? কী খেয়ে তিনি এত ফিট থাকেন? সে রহস্যও ফাঁস করেছেন অভিনেত্রী।

ফারিয়া জানান, সকালে খালি পেটে তিনি পান করেন জিরা ও দারুচিনি দিয়ে বানানো এক মগ চা। তার কিছুক্ষণ পর ডিমের ওমলেট, সঙ্গে কিছু সবজি ও স্পাইসি সস মিশিয়ে খান। এরপর দুই টুকরো ডার্ক চকোলেট। ডার্ক চকোলেটে থাকা পুষ্টিকর উপাদানগুলো শরীর, এমনকি ত্বক সুস্থ রাখতে সাহায্য করে।

দুপুরের খাবারে ফারিয়া পাতে রাখেন এক পিস চিকেন ফ্রাই, দুটি শসা, ২০ গ্রাম সবজি। সেই সঙ্গে দুপুরে তিনি খাবারের পর এক গ্লাস ডাবের পানি অবশ্যই পান করেন। সন্ধ্যায় খিদে লাগলে ফারিয়া টক দইয়ের সঙ্গে আম, কলা ও ডালিম মিক্স করে খেয়ে থাকেন।

রাতের খাবারে ফারিয়া স্যুপ খেয়ে থাকেন। তার সঙ্গে ব্রাউন ব্রেড ভাজা। রাতে ঘুমানোর আগে পান করেন জিরা ও দারুচিনি দিয়ে বানানো আরও এক কাপ চা। জিরা ও দারুচিনির চা ডায়াবেটিস থেকে শুরু করে জয়েন্টে ব্যথা, এমনকি ওজন নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা রাখে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়