শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

একটানা ২৬৮ ঘণ্টা  লাইভ করে বিশ্বরেকর্ড

প্রকাশিত: মার্চ ৩১, ২০২২, ০২:২০ রাত
আপডেট: এপ্রিল ০৩, ২০২২, ০৮:১০ সকাল

বিশ্বজুড়ে এখন লাইভের জয়জয়কার। কোনো ঘটনা হোক অথবা প্রডাক্ট বিক্রির লাইভ- এসব করেই এখন খ্যাতি পাওয়া যায়। রীতিমতো তারকা হয়ে উঠে। পরিচিতি ও জনপ্রিয়তা দুটোই পাওয়া যায়। এমনকি লাইভ করে বিশ্বরেকর্ডে নামও উঠে যাওয়ার ঘটনা ঘটছে।

সম্প্রতি লাইভ করে গিনেস বুকে নাম তুলেছেন ইউটিউব তারকা হাসান সুলেমান। তিনি আবুফালাহ নামে বেশি পরিচিত।

বিশ্বের সবচেয়ে দীর্ঘতম লাইভস্ট্রিম এটি। ২৬৮ ঘন্টা ১৪ মিনিট ২০ সেকেন্ডের সেই ভিডিও দেখেছেন ৬ লাখ ৯৮ হাজার মানুষ। দীর্ঘ এই লাইভস্ট্রিম করেন ইউটিউব তারকা হাসান সুলেমান।  এর জন্য একটি নয় দুটি বিশ্বরেকর্ড করেছেন তিনি।

এক লাখ শরণার্থীর জন্য মানবিক সহায়তা বাড়াতে “The World’s Coolest Winter” শিরোনামে একটি লাইভস্ট্রিম শুরু করেন। এই ভিডিও থেকে আসা অর্থের পরিমাণ এক কোটি ১০ লাখ ডলার।

দ্য মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম গ্লোবাল ইনিশিয়েটিভস (UAE) স্বেচ্ছাসেবী দলের হয়ে তিনি এই লাইভস্ট্রিম করেন।

বাস্তুচ্যুত পুরুষ, নারী ও শিশুদের তীব্র শীতের হাত থেকে বাঁচাতে তিনি অর্থ সংগ্রহ করেছিলেন।এই লাইভ থেকে প্রাপ্ত অর্থ তারা পাঠিয়েছেন আফ্রিকা ও আরব বিশ্বের শরণার্থীদের। অর্থের পাশাপাশি খাদ্য, শীতের পোশাক, কম্বল পাঠিয়েছেন বিভিন্ন দেশের শরণার্থীদের।

পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার কাছে বুর্জ পার্কে একটি কাচের বাক্স রাখেন। এরপর তিনি লাইভস্ট্রিম শুরু করেন। ১০ মিলিয়ন না হওয়া পর্যন্ত তিনি এই লাইভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ইউটিউব থেকে তিনি লাইভে আসেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে তার লাইভটি দেখেন মানুষ।

লাইভ স্ট্রিমে আবুফালাহ শরণার্থীদের সহায়তার কথা বলেন। সেই সঙ্গে নিজের এ কাজের সঙ্গে যুক্ত হওয়া ওবং আরও নানা বিষয় নিয়ে কথা বলেন।

এরপরই গিনেস ওয়ার্ল্ডের পক্ষ থেকে তাকে রেকর্ডের কথা জানানো হয়। একসঙ্গে দুটি রেকর্ড করেন আবুফালাহ। আবুফালাহর সৃজনশীল এই লাইভস্ট্রিম নতুন নয়। ৪ মাসের ব্যবধানে তিনি তিনটি দাতব্য সংস্থার জন্য লাইভ করেছেন। তবে সর্বশেষ এই লাইভটি ছিল সবচেয়ে দীর্ঘ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়