স্বাস্থ্যকথা ডেস্ক: কিডনি সুস্থ রাখতে কত না চেষ্টা করি, কিন্তু অনেক সময় আমরা চেষ্টা করেও কিডনি সুস্থ রাখতে পারি না। আর সবচেয়ে বিপজ্জনক সমস্যা হচ্ছে এক বার যদি কিডনি খারাপ হয় তাহলে এর চেয়ে বিপজ্জনক আর কিছু হতে পারে না। কারণ কিডনি শরীরের অন্যতম ভাইটাল অরগান।
আর শরীরের এই ভাইটাল অরগান বিকল হয়ে গেলে জীবন হয়ে পড়ে অত্যন্ত দুর্বিসহ। অনেক পরিবার কিডনি চিকিৎসার খরচ যোগাতে নিঃস্ব, সর্বস্বান্ত হয়ে পড়ে। কারণ কিডনির চিকিৎসা যেমন ব্যয়বহুল তেমনি অনেক ক্ষেত্রে ভালো চিকিৎসাও সম্ভব হয় না।
তাই কিডনি খারাপ হওয়ার আগেই সতর্ক হতে হবে। তাই কিডনি ভালো রাখতে আপনাকে যা করতে হবে তা হচ্ছে: শিশুদের গলাব্যথা, খোস-পাঁচড়ার দ্রুত চিকিৎসা করানো উচিত। কারণ এগুলো থেকে কিডনির প্রদাহ বা নেফ্রাইটিস রোগ দেখা দিতে পারে। ডায়রিয়া, বমি, রক্ত আমাশা, পানিশূন্যতায় অতি দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে কারণ এগুলোর মাধ্যমে কিডনি বিকল হতে পারে।
প্রস্রাবের ইনফেকশন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, পর্যাপ্ত পানি পান করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, ধূমপান বর্জন করুন, ডায়াবেটিস আক্রান্তরা নিয়মিত শর্করাা ও রক্তের অ্যালবুমিন পরীক্ষা করান, উচ্চ রক্তচাপ রোগীদের ক্ষেত্রে রোগ নিয়ন্ত্রণে রাখা, মাঝেমধ্যে কিডনির কার্যকারিতা পরীক্ষা করা ও চিকিৎসকের পরামর্শ ব্যতীত অ্যান্টিবায়োটিক, ব্যথানাশকসহ যে কোনো ওষুধ গ্রহণে সতর্কতা অবলম্বন করা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।