স্বাস্থ্যকথা ডেস্ক: সামান্য ব্যথা-বেদনা হলে চিকিৎসকের পরামর্শ ছাড়াই মুড়িুমুড়কির মতো ‘পেন কিলার’ কিনে খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু এভাবে মর্জি মতো ওষুধ ক্রমাগত খেতে থাকলে শরীরে নানা রকমের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই অভ্যাসের কারণে মানসিক অবসাদ, হার্টের অসুখ, কিডনির অসুখ এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাসের মতো ঘটনা ঘটতে পারে। শুধু তাই নয়, কথায় কথায় ‘পেন কিলার’ খাওয়ার অভ্যাস আপনার শ্রবণশক্তিও কেড়ে নিতে পারে।
বয়স হলে অনেকেই কানে কম শোনেন। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায়, ব্যথানাশক ওষুধ খাওয়ার কারণে বয়সের আগেই কানে দেখা দিচ্ছে সমস্যা! তাই এই প্রকার ওযুধ খাওয়ার আগে অবশ্যই সতর্ক থাকুন। ব্যথানাশক ওষুধের মধ্যে এমন কিছু টক্সিন থাকে, যা কানের ভেতরে সমস্যা তৈরি করতে পারে। শ্রবণক্ষমতায় সাহায্যকারী স্নায়ুগুলোর কর্মক্ষমতা কমে যায়, তারা মস্তিষ্কে সঠিক নির্দেশ পাঠাতে পারে না। অল্প ব্যবহারে কোনো সমস্যা দেখা না দিলেও দীর্ঘকালীন ব্যবহারে তৈরি হতে পারে জটিলতা।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ‘আমেরিকান জার্নাল অব এপিডেমিওলজি’-তে। এই গবেষণায় বলা হয়েছে, ব্যথা কমানোর ওষুধ কানের ককলিয়ার ক্ষতি করতে পারে। এক্ষেত্রে আইবুপ্রোফেন জাতীয় ওষুধ ককলিয়ায় রক্ত চলাচলের মাত্রা কমিয়ে ফেলতে পারে। এই কারণে শ্রবণক্ষমতায় সাহায্যকারী স্নায়ুকোষগুলো শুকিয়ে যেতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।