শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

রাশিয়ায় কোনো অস্ত্র পাঠাবে না চীন

প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৭:৩০ বিকাল
আপডেট: মার্চ ২১, ২০২২, ০৭:৩০ বিকাল

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে অস্ত্র-গোলাবারুদ পাঠাতে পারে চীন, প্রথমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কিন গ্যাং। তিনি বলেছেন, মস্কোতে কোনো অস্ত্র পাঠাবে না বেইজিং। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত ১৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, চীন যদি রাশিয়াকে অস্ত্র- সরঞ্জাম দেয় তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এর দুই দিন পরই এমন মন্তব্য করলেন কিন গ্যাং।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসকে চীনের রাষ্ট্রদূত বলেন, পশ্চিমারা যেভাবে নিন্দা জানাচ্ছে তা কোনো কাজে আসবে না। এ জন্য (যুদ্ধ বন্ধ করতে) প্রয়োজন ভালো কূটনীতি।

এর আগে গত শনিবার সন্ধ্যায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাংবাদিকদের বলেছেন, ইউক্রেন সংকটে চীন ইতিহাসের সঠিক পাশে দাঁড়িয়েছে। এবং তা বেশিরভাগ দেশের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ।

তিনি বলেন, ‘চীন কখনোই বাইরের কোনো ধরনের চাপ মেনে নিবে না। একই সঙ্গে চীনের বিরুদ্ধে যেকোনো ভিত্তিহীন অভিযোগ ও সন্দেহের বিরোধিতা করে বেইজিং। আমরা সবসময় শান্তি বজায় রাখার পক্ষে এবং যুদ্ধের বিরোধী।’
    

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়