শিরোনাম

  এয়ার টিকেট মূল্য ঊর্ধ্বগতির লাগাম টানতে যেয়ে বিপাকে আটাব, পেছন থেকে গোপনে মদদ দেয়ার অভিযোগ এয়ারলাইন্স, OTA এবং অভিযুক্ত সিন্ডিকেট ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে।       আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাসের দরপত্র আহ্বান       হামাসকে ইসরায়েলি নারী, আপনাদের কাছে আমার মেয়ে রাজকন্যার মতো ছিল       চেয়ারম্যান সাব্বির খানের বিরুদ্ধে ঘুষের টাকার জন্য প্রতিবন্ধী পরিবারকে হয়রানির অভিযোগ- গোপালগঞ্জ।       ইসলামী অর্থনীতিতে দান এবং যাকাত এক নয়। যাকাত বঞ্চিতদের পাওনা - মোঃ মাসউদুর রহমান।       উর্ধমুখী এয়ার টিকেট মূল্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রেমিট্যান্স যোদ্ধারাই বলে মন্তব্য করেন মোঃ মাসউদুর রহমান       নৌকার প্রার্থীর আবেদনে ঢাকা উত্তর সিটির ৬ নং ওয়ার্ডের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত       চাঁদপুরের মতলব(উঃ) শিক্ষককে হত্যা চেষ্টায় বাহির থেকে তালা দিয়ে আগুন!       বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট       পর্যটনের অপার সম্ভাবনা হতে পারে কেরানীগঞ্জের কলাতিয়া সাথে জামাই চা!    

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অনেকটাই অগ্রগতি হয়েছে: তুরস্ক

প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৮:২৯ রাত
আপডেট: মার্চ ২১, ২০২২, ০৮:২৯ রাত

তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনায় অনেকটাই অগ্রগতি হয়েছে। দু’পক্ষই চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি অবস্থানে রয়েছে। এ তথ্য জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

ন্যাটো সদস্যভুক্ত তুরস্কের প্রত্যাশা তাদের মধ্যস্থতায় এ সংকট শিগগিরই সমাধান হবে। তবে আলোচনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি আঙ্কারা।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, দু’পক্ষকে নিরস্ত্রীকরণ, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত, রুশ ভাষা ব্যবহারে বাধা না দেয়াসহ গুরুত্বপূর্ণ ছয়টি ইস্যুতে দু’দেশের মধ্যে আলোচনা চলছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বার্তা সংস্থা এএফপিকে বলেন, যখন যুদ্ধ চলছে, বেসামরিক লোকজনকে হত্যা করা হচ্ছে, তখন বিভিন্ন শর্তে একমত হওয়া সহজ বিষয় না। আমরা দেখতে পাচ্ছি, পক্ষগুলো (রাশিয়া ও ইউক্রেন) একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তুরস্ক। দেশটির আন্তালিয়ায় রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকও হয়। সেখানেও সমাধান না আসায় মস্কো ও কিয়েভ সফর করেন তুর্কী পররাষ্ট্রমন্ত্রী। এরদোগান প্রশাসনের প্রত্যাশা, তাদের হাত ধরেই শান্তি ফিরবে অঞ্চলটিতে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।

জনপ্রিয়