ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৩৫ জন। তাদেরও সলিল সমাধি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার (১৮ মার্চ) তিউনিসিয়ার উপকূলের কাছে ভূমধ্যসাগরে নৌকাটি ডুবে যায়। নৌকার যাত্রীদের মধ্যে বেশিরভাগই সিরিয়ার নাগরিক। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা ইতালিতে যাওয়ার চেষ্টা করছিলেন।
অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) রোববার এক বিবৃতিতে জানায়, ভেসেল নৌকাটি ৬০ জন অভিবাসী বহন করছিল। কিন্তু উপকূলের অনতিদূরে এটি ডুবে যায়। যাত্রীদের মধ্যে ২৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকী ৩৫ জন এখনও নিখোঁজ রয়েছে। তারাও মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
কয়েক মাসের মধ্যে তিউনিসিয়া উপকূলে বেশ কিছু নৌকাডুবির ঘটনা ঘটেছে। বহু মানুষ প্রাণ হারিয়েছে। তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইতালির হয়ে ইউরোপে পাড়ি দেওয়ার ঘটনা বৃদ্ধির সঙ্গে নৌকাডুবির পরিমাণও বাড়ছে।
চলতি মাসের শুরুর দিকে (২ মার্চ) তিউনিসিয়া উপকূলে একটি নৌকাডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় কমপক্ষে ৯ জন আফ্রিকান অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়। আরও ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। তারাও ভূমধ্যসাগর পেরিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, নিউজ টিপিবি এর দায়ভার নেবে না।